শিরোনাম
রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মুদি দোকানির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের বাউন্ডারির দেওয়াল ধসে পড়ে দাউদ সরকার (৪০) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ১২টায় অচেতন অবস্থায় ওই দোকানিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাউদ সরকার নরসিংদী সদরের চর দুগুনী গ্রামের জালাল উদ্দিন সরকারের ছেলে। তিনি খিলগাঁও নন্দীপাড়ায় ভাড়া থাকতেন। 

গতকাল ঢামেকে ওই ব্যক্তির ভাগনি সাদিয়া জানান, তার মামা এলাকায় মুদি দোকান করেন।

বেশ কিছুদিন ধরে মামা কিডনির সমস্যায় ভুগছিলেন। প্রায় সময় মামাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, তার মামার কিডনিতে পাথর আছে। নিয়মিত ব্যায়াম করলে পাথর শরীরের কোনো ক্ষতি করতে পারবে না। তাই তার মামা প্রতিদিন বিকালে ব্যায়াম করতে বের হতেন। শুক্রবারও খাওয়াদাওয়া করে বিকালে ব্যায়াম করতে বের হন। তখন এলাকার নন্দীপাড়া ত্রিমোহনী জোড়ভিটা হাজীবাড়ি সংলগ্ন নির্মাণাধীন বাড়ির বাউন্ডারি দেয়াল ধরে ব্যায়াম করার সময় ওই দেওয়ালটি তার ওপরে ধসে পড়ে। এতে দেওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মামা। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটি তারাই তদন্ত করছে।

সর্বশেষ খবর