সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

হোল্ডিং ট্যাক্স নিয়ে বাড়ছে ক্ষোভ

সহনীয় রাখার ঘোষণা মেয়রের

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স নিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভ বেড়েই চলছে। নতুন আরোপিত ট্যাক্স স্থগিত করে সহনীয় পর্যায়ে যৌক্তিক ট্যাক্স নির্ধারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। প্রতিদিনই নগরীতে বিভিন্ন সংগঠনের ব্যানারে চলছে সভা, সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। গতকাল যৌক্তিক কর নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে মহানগর বিএনপি। ‘ভূতুড়ে’ কর প্রত্যাহার করা না হলে নগর ভবন ঘেরাওয়ের হুমকি দিয়েছেন দলটির নেতারা। এমতাবস্থায় গতকাল পরিষদের সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলন ডেকে আগুনে জল ঢালার চেষ্টা করেছেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পেশাজীবীসহ নগরীর বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে সহনীয় ট্যাক্স ধার্যের ঘোষণা দিয়েছেন তিনি।

বর্ধিত করকে ‘ভূতুড়ে’ দাবি করে গতকাল দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তারা বলেছেন, ‘নিত্যপণ্যের দামের ঊর্ধŸগতির কারণে মানুষ দিশাহারা। বিদ্যুৎ-গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স ৫ থেকে ৫০০ গুণ পর্যন্ত বৃদ্ধিতে নগরবাসী হতাশ ও ক্ষুব্ধ। অবিলম্বে এ ভূতুড়ে কর প্রত্যাহার করা না হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে নগর ভবন ঘেরাও করা হবে।’ এ ছাড়া গতকাল অস্বাভাবিক কর প্রত্যাহার ও যৌক্তিক কর নির্ধারণের দাবিতে সিটি মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার নেতারা। দুপুরে দোকান মালিক সমিতি জেলা শাখার সভাপতি মাহি উদ্দিন সেলিম ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপনের নেতৃত্বে ব্যবসায়ীরা এ স্মারকলিপি দেন। এ ছাড়া একই দাবিতে গতকাল স্মারকলিপি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর