শিরোনাম
সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

দেদার গাছ কাটা আত্মঘাতী : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের তিস্তা সেচ প্রকল্প উন্নয়নের নামে বন বিভাগের ৪ লাখ গাছ কাটার সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করে বলেছেন, বর্তমান বাস্তবতায় দেদার গাছ কাটার সিদ্ধান্ত আত্মঘাতী ও ক্ষমার অযোগ্য। গতকাল এক বিবৃতিতে একথা বলেন তিনি। গাছ কাটা বন্ধ রেখে, নতুন করে বনায়নের দাবিও জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে নীলফামারী সদরের চান্দের হাট বাহালীপাড়া এলাকায় গাছ কাটা হলেও নতুন করে বনায়ন করা হয়নি। এর বিরূপ প্রভাবে তিস্তার অনেকাংশ মরুভূমি হতে চলেছে। আবার নীলফামারী সদর ও ডিমলা উপজেলার প্রকল্প এলাকায় ইতোমধ্যেই ৫০ শতাংশ গাছ কাটা হয়েছে। গাছের অভাবে দেশের প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর