সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

১৫ মে থেকে শুরু হচ্ছে আমের মৌসুম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ১৫ মে থেকে বাজারে আসবে আম। গুটি জাতের আমের মধ্যদিয়ে শুরু হচ্ছে এবারের মৌসুম। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে আম নামানোর সূচি প্রকাশ করে জেলা প্রশাসন। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহীতে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং-সংক্রান্ত সভায় এ সূচি ঘোষণা করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ আম নামানোর সূচি ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী, গুটি আম ১৫ মে, গোপালভোগ ২৫ মে, হিমসাগর/ ক্ষীরশাপাত ৩০ মে, লক্ষ্মণভোগ ২৫ মে, ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ১৫ জুন, ফজলি ১৫ জুন, বারি-৪ ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই ও ইলামতি ২০ আগস্ট গাছ থেকে নামিয়ে বাজারজাত করা যাবে।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর