সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

যুবলীগ নেতা নাজমুলকে আত্মসমর্পণের নির্দেশ

অন্যজনকে দিয়ে সাজাভোগ

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা নাজমুল হাসানকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাই কোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। ওই মামলায় নাজমুলের পরিবর্তে অপর এক ব্যক্তির কারাভোগ করার অভিযোগ রয়েছে।

‘মাদক মামলায় যুবলীগ নেতার আয়নাবাজি’ শিরোনামে গত ফেব্রুয়ারি মাসে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়।

তবে এর আগে ওই মামলায় বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদন্ডের রায়ের বিরুদ্ধে নাজমুল হাসানের নামে ২০২৩ সালে হাই কোর্টে একটি আপিল করা হয়। হাই কোর্টের একটি বেঞ্চে আপিল শুনানি শেষে গত ১৫ ফেব্রুয়ারি রায়ের জন্য ছিল। গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদন সেদিন হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করে আইনগত প্রতিকার প্রার্থনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। আদালত রায় ঘোষণা মুলতবি করেন।

অন্যদিকে বিচারিক আদালতের একজন আইনজীবী বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি বরাবর আবেদন করেন। পরে প্রধান বিচারপতি আপিলটি নিষ্পত্তির জন্য ওই বেঞ্চে পাঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর