মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

ইতালির যুব ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক ইউনূসের

নিজস্ব প্রতিবেদক

মিলান-কর্টিনো শীতকালীন অলিম্পিক ২০২৬-এর প্রস্তুতি নিয়ে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ইতালির যুব ও ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি। সম্প্রতি দেশটির রাজধানী রোমে মন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইতালির অলিম্পিক কমিটির চেয়াররম্যান জিওভানি মালাগোসহ উচ্চপর্যায়ের ক্রীড়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার ইউনূস সেন্টার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৈঠকে ২০২৬ সালে মিলানো-কর্টিনায় অনুষ্ঠেয় অলিম্পিকে তরুণ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে একীকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই খেলাধুলা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করে ইউনূস সেন্টার। পরে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট দ্য ইতালিয়ান ওপেন ২০২৪-এ সামাজিক প্রকিউরম্যান্ট বিষয়ে আলোচনা করতে বিএনএল এবং বিএনপি পারিবাস-এর চেয়ারম্যান ক্লডিয়া ক্যাটানি এবং তার কার্যনির্বাহী দলের সঙ্গে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয় প্রফেসর ইউনূসের। দ্য ইতালিয়ান ওপেন ২০২৪-এ বিএনপি পারিবাস টাইটেল স্পন্সর।

 

সর্বশেষ খবর