মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা
অর্থ পাচার মামলা

ফরিদপুরের সাবেক মেয়র মাহতাব কারাগারে

নিজস্ব প্রতিবেদক

২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় ৭ মে বিচারক ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. নাছিম ও শামসুল আলম চৌধুরীকে কারাগারে পাঠান।

মামলা সূত্রে জানা যায়, ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। মামলাটি তদন্ত শেষে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে ২০২৩ সালের ২২ জুন সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি।

সর্বশেষ খবর