মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে সেমিনার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) ইনস্টিটিউট অব বে অব বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ কর্তৃক মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের স্থায়িত্ব রোডম্যাপ মূল্যায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি নেদারল্যান্ডসের নাফিক প্রকল্পের আওতায় গতকাল রাজধানীর আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, বিশেষ অতিথি ছিলেন বিমরাডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন।

সেমিনারে বক্তারা দেশের সমুদ্রবন্দর উন্নয়ন ও সমুদ্রভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর