মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুল উদ্বোধন বিমান বাহিনীর

নিজস্ব প্রতিবেদক

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুল উদ্বোধন বিমান বাহিনীর

বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’-এর উদ্ধোধন গতকাল বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত ওই স্কুলে অনুষ্ঠিত হয়। আইএসপিআর জানায়, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্কুলের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান, সহকারী বিমান বাহিনী প্রধান, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দি ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী (অবসরপ্রাপ্ত) বিশেষ অতিথি ছিলেন।

অটিস্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে বিমান বাহিনী প্রধানের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে ব্লু স্কাই স্কুল। বহুমাত্রিক কার্যক্রম ও বাস্তবমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সম্ভাবনার অন্বেষণ এবং তাদের সক্ষমতা লালন ও বিকাশ করে সমাজের মূলধারায় তাদের প্রতিষ্ঠিত করা এ স্কুলের মূল লক্ষ্য।

সর্বশেষ খবর