শিরোনাম
বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (দ্বিতীয় ধাপ) অংশ নেওয়ায় বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বহিষ্কৃতরা হলেন- সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা মল্লিক, সাটুরিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. মুন্নি আক্তার, খানজাহান আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাপাহার থানা মহিলা দলের প্রচার সম্পাদক মোসা. সুমি আক্তার এবং দুপচাঁচিয়া উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদিকা মোসা. সখিনা বেগম।

সর্বশেষ খবর