শিরোনাম
বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরায় পুকুরে ডুবে রুহান নামে ছয় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রুহান পশ্চিম গুজরা মগদাই গ্রামের আলা মিয়া সওদাগর বাড়ির আবু তৈয়বের ছেলে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রুহান খেলার সময় পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়ার হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর