শিরোনাম
বুধবার, ১৫ মে, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর কারমাইকেল কলেজের ছাত্র তৌকির আহম্মেদ তুষারকে (২২) হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি সাইফুল ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, পীরগাছা উপজেলার মঞ্জুরুল ইসলামের ছেলে তৌকির আহম্মেদ তুষার রংপুর কারমাইকেল কলেজে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করত।

সর্বশেষ খবর