শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

সাতক্ষীরায় বাজুসের মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বাজুসের মতবিনিময় সভা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টার সময় সাতক্ষীরা শহরের কোরাইশি ফুড পার্ক মিলনায়তনে  জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা বাজুসের সভাপতি গৌরচন্দ্র দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রিপনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুসের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ উত্তম বণিক, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মো. ওয়াহিদুজ্জামান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু।

সাতক্ষীরা জেলা বাজুসের সাধারণ সম্পাদক মনোরঞ্জম কর্মকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নিন্তানন্দা আমিন, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি অমীয় কুমার দে, সাধারণ সম্পাদক রবিন দে, কলারোয়া উপজেলার সাধারণ সম্পাদক হরেন্দ্র নাথ রায়, শ্যামনগরের যুগ্ম সম্পাদক হাসান তালুকদার, দেবহাটা উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি আবদুল হান্নান, তালার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবদাস কর্মকার, জেলা কমিটির সদস্য কামরুজ্জামান বুলু, মীর জামাল হোসেন, নিন্তন জয় অধ্য প্রমুখ।

বাগেরহাট : গতকাল সন্ধ্যায় বাগেরহাট কর্মকার পট্টিতে জেলা বাজুস সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রিপনুল হাসান বলেন, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে কাজ করছেন। এরই মধ্যে দেশের সব স্বর্ণ ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনতে পেরেছেন। বাজুস এখন দেশের সব থেকে বড় ব্যবসায়ী সংগঠনে রূপ নিয়েছে। ডিসেম্বরের মধ্যে দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের গোল্ড রিফাইনারি চালু হলে বাজুস সদস্যদের স্বর্ণ ক্রয়ে দীর্ঘদিনের সমস্য সমাধান হবে। স্বর্ণ ব্যবসায়ীরা অহেতুক পুলিশি হয়রানি থেকে রক্ষা পাবেন। বাগেরহাট জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বাজুসের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ উত্তম বণিক, বাজুসের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. ওয়াহিদুজ্জামান, বাজুস এক্সিকিউটিভ কে এম রাহাত ইসলাম, বাজুস জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলয় কুমার ভদ্রসহ জেলা উপজেলা কমিটির নেতা ও স্বর্ণ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর