শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

হিলি স্থলবন্দর দিয়ে ফের পিঁয়াজ আমদানি শুরু

দিনাজপুর প্রতিনিধি

পিঁয়াজ রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সাড়ে পাঁচ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ৩০ মেট্রিক টন পিঁয়াজবোঝাই ট্রাক প্রবেশ করেছে। বগুড়ার আরএসডি এন্টারপ্রাইজ এ পিঁয়াজ আমদানি করেছে। জানা যায়, আমদানি করা এ পিঁয়াজের টনপ্রতি খরচ পড়েছে ৫৫০ ডলার। তবে দেশের বাজারে দাম কম থাকায় স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানিতে আগ্রহ নেই বলে জানান আমদানিকারকরা। রপ্তানি শুল্ক প্রত্যাহার করা হলে স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানি বাড়বে এবং বাজারে দাম কমে আসবে বলেও জানান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর