শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

শেয়ারবাজারে টানা দরপতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ দিনেও দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক এবং লেনদেন কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকেও পতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণ। দিনের  লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে দাম কমেছে ৩০১টির। আর ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৭ পয়েন্টে নেমে  গেছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৩৮  কোটি ৩ লাখ টাকা। লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ই-জেনারেশনের ১৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ১৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৪টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৪ কোটি ৭১ লাখ টাকা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর