শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

গবেষণার বরাদ্দ আরও বাড়াতে হবে : আজাদ চৌধুরী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, নতুন জ্ঞান সৃষ্টি করতে গবেষণার কোনো বিকল্প নেই। মানসম্মত গবেষণার জন্য বরাদ্দ আরও বাড়াতে হবে। গবেষণার জন্য একজন গবেষককে বর্তমানে ৩০ লাখ টাকা দেওয়া হয়। বিজ্ঞানের উৎকর্ষতার এ যুগে গবেষণার জন্য এ বরাদ্দ ৫০ লাখে উন্নীত করা প্রয়োজন। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) কনফারেন্স হলে গবেষকদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে ১৭১ জন গবেষকের মাঝে ১১ কোটি ৯২ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর