শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা
পায়রা বন্দর

জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ

পায়রা বন্দরে বিদেশি জাহাজ - দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার নিজস্ব জেটিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ভিড়েছে বিদেশি (মাদার ভেসেল) জাহাজ। পানামার পতাকাবাহী ‘জেন’ নামের জাহাজটি জেটিতে ২৪ হাজার মেট্রিক টন আইমস্টো নিয়ে নোঙর করে। -বাংলাদেশ প্রতিদিন

দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার নিজস্ব জেটিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ভিড়েছে বিদেশি (মাদার ভেসেল) জাহাজ। পানামার পতাকাবাহী ‘জেন’ নামের মাদার ভেসেলটি গত বুধবার দুপুরে বন্দরের নবনির্মিত জেটিতে ২৪ হাজার মেট্রিক টন লাইমস্টোন নিয়ে নোঙর করে। এটি বন্দরের জন্য একটি মাইলফলক বলে মনে করছেন কর্তৃপক্ষ। গত ১০ মে জাহাজটি দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন লাইমস্টোন নিয়ে পায়রার আউটারে এসে পৌঁছায়। পরে ২৬ হাজার ৫০০ মেট্রিক টন লাইমস্টোন লাইটারের মাধ্যমে খালাস করে। ২০০ মিটার দৈর্ঘ্যরে এ জাহাজটির প্রস্থ ৩৩ মিটার। প্রথমবারের মতো বন্দরের নিজস্ব টার্মিনালের নিজস্ব জেটিতে জাহাজ নোঙর করায় অনেকটা উচ্ছ্বসিত বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা। পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান সাংবাদিকদের জানান, পরীক্ষামূলকভাবে জাহাজটি বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।

সর্বশেষ খবর