শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

জনগণের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জনগণের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জনগণের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না। এ জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। ঋণ খেলাপির তালিকা বিএনপির আমলে সবচেয়ে বেশি ছিল, এ সরকারের আমলে নয়। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার বনগজ-কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় আইনমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ শাসন করেছে তখন তারা পাকিস্তানের দালাল হয়ে জনগণকে শোষণ করত। আর এখনকার চিত্র হলো বাংলাদেশের উন্নয়নের চিত্র। জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে ফিরে এসে মানুষের স্বপ্ন পূরণ করেছেন। এ জন্য ১৭ মে বাংলাদেশের মানুষের হৃদয়ে গাঁথা থাকবে।

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি ফেরদৌস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন বাবুল, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিসসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর