শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

হিট অ্যালার্ট বাড়ল আরও দুই দিন

নিজস্ব প্রতিবেদক

আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এর আগের ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট গতকাল সন্ধ্যায় শেষ হয়। তবে আজ রাত থেকে তাপমাত্রা কমতে পারে বলে আশ্বস্ত করেছে আবহাওয়া অধিদফতর। সোমবারের মধ্যে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি প্রশমিত হতে পারে গতকাল সন্ধ্যার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায় ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে ৩৯ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের রাজারহাট ও কুষ্টিয়ার কুমারখালীতে। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ মৌলভীবাজারসহ আরেক কয়েকটি জেলায়। রাঙামাটি, চাঁদপুর ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দেশের পূর্বাংশে আজ তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকবে। চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আজ রাত থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকাল ও পরশু তাপমাত্রা আরও কমে সোমবার নাগাদ তাপপ্রবাহ বিদায় নিতে পারে। রবিবার সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির প্রবণতাও রয়েছে।

সর্বশেষ খবর