শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা
কেএনএফ সংশ্লিষ্টতা

আরও ১৫ আসামিকে কারাগারে প্রেরণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা ও থানচির তিনটি ব্যাংকে ডাকাতি এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সংশ্লিষ্টতার মামলায় দুই দিনের রিমান্ড শেষে আরও ১৫ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সকালে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হোসাইনের আদালতে ১৫ আসামিকে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন- রুয়াল থান লিয়ান বম, লাল জার ভাম বম, তনক্লিং বম, লাল নুন নোয়াম বম, লাল দাভিদ বম, চমলিয়ান বম, লাল পেক লিয়ান বম, ভান মুন নোয়াম বম, ভান বিয়াক লিয়ান বম, লাল লিয়ান সিয়াম বম, ভান নুয়াম থাং বম, ভান লাল থাং বম, টাইসন বম, ভান খলিয়ান বম ও ভানলাল বয় বম। এ ঘটনায় এই পর্যন্ত ২৪ নারীসহ ৮৫ জনকে বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, বান্দরবান সদর থানা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওই ১৫ আসামিকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর