রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

সীতাকুণ্ডের সব স্কুলে স্পিকিং ইংলিশ শেখানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের সব স্কুলে স্পিকিং ইংলিশ শেখানোর উদ্যোগ

শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে চালু হয়েছে অনলাইনভিত্তিক ‘ইংলিশ স্পিকিং’ কার্যক্রম। এর মাধ্যমে উপজেলার প্রায় দেড় শ স্কুলের ২৫ হাজার শিক্ষার্থীকে ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলা হবে। বাংলাদেশে উপজেলা পর্যায়ে এ ধরনের কর্মসূচি এটিই প্রথম।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে মহসিন ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশনের (এমএফজেএফ) আর্থিক সহায়তায় এবং টেন মিনিটস স্কুলের অনলাইন কোর্সের মাধ্যমে ইংরেজি শিক্ষার এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর এ উদ্যোগের মূল পরিকল্পনাকারী সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম রফিকুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএফজেএফের প্রধান উপদেষ্টা আরমান আহমেদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরছফা, উপজেলা আইসিটি প্রোগ্রামার আবদুর রহিমসহ সীতাকুণ্ড উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি বিষয়ের শিক্ষক, ৫ শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। অনলাইনে গুগল মিট-এর মাধ্যমে সংযুক্ত ছিলেন টেন মিনিটস স্কুলের কর্ণধার আইমান সাদিক এবং ইংলিশ স্পিকিং কোর্সের শিক্ষক মুনজেরিন শহীদ। ভিন্নধর্মী এ উদ্যোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অপরিসীম। বিশ্বব্যাংকের একটি প্রশিক্ষণে জেনেছিলাম- শুধুমাত্র ভাষাগত দক্ষতার কারণে বিদেশে একজন ভারতীয় একজন বাংলাদেশির তুলনায় ছয় গুণ বেশি আয় করে। ইংরেজি না জানায় বাংলাদেশিরা ম্যানেজারিয়াল পোস্টগুলোয় কাজ পায় না। ১০ মাস আগে সীতাকুণ্ডে ইউএনও হিসেবে যোগদানের পর দেখলাম, ইংরেজি শিক্ষার চিত্রটা ২০ বছর আগের জায়গায় রয়ে গেছে। সময় বদলেছে। ইংরেজির চাহিদা বিশ্বময়। তাই এ উদ্যোগটি নিই। বিভিন্ন স্কুলে আলোচনা করি। শিক্ষকরা আগ্রহী হলেও অনেকেই ইংলিশ স্পোকেনে অভ্যস্ত নন। পরে টেন মিনিটস স্কুলের সঙ্গে কথা বলি। তারা তাদের কোর্সে মূল্যছাড় দিয়েছে। আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে এমএফজেএফ। এ ছাড়া প্রতিটি স্কুলে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি ক্লাসের জন্য দেওয়া প্রজেক্টর রয়েছে। তাই এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে না। কিছু ট্রায়াল ক্লাসের পর গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে কোর্সটির উদ্বোধন করা হয়েছে। কোর্সটির মাধ্যমে উপজেলার প্রায় ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে ইংলিশ স্পিকিং শেখানো হবে। এতে সীতাকুণ্ড উপজেলায় ইংরেজিতে দক্ষ প্রজন্মই তৈরি হবে না, প্রতিটি স্কুলের আইসিটি উপকরণের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত হবে।

 

সর্বশেষ খবর