রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

৩০ দিনের মধ্যে আনোয়ারা উদ্যান ফেরতের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

৩০ দিনের মধ্যে আনোয়ারা উদ্যান ফেরতের আলটিমেটাম

ঊনসত্তরের গণ অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ফার্মগেটের ঐতিহাসিক শহীদ আনোয়ারা উদ্যান দখলমুক্ত করে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে এই উদ্যানটি পূর্ব অবস্থায় ফিরিয়ে দিতে আলটিমেটাম দেওয়া হয়েছে। গতকাল বিকালে ফার্মগেট আনোয়ারা উদ্যান চত্বরে ‘ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলন’-এর ব্যানারে একটি সংহতি সমাবেশে এই আলটিমেটাম দেন বক্তারা। লেখক ও গবেষক পাভেল পার্থর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক সৈয়দা রত্না, তরুণ নগর পরিকল্পনাবিদ রাকিবুল রনি, শিক্ষা আন্দোলনের নেতা রুস্তম আলি খোকন, মানবাধিকার কর্মী শিরিন হক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত দে, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি আদিল মুহাম্মদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক অধ্যাপক আকতার মাহমুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

৩সমাবেশে সংহতি জানিয়েছে স্থানীয় এলাকাবাসীসহ ৩০টির বেশি পেশাজীবী সংগঠন।

সমাবেশে আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব বলেন, এই এলাকায় আর বাণিজ্যিক কাঠামো তৈরি করা যাবে না। এই উদ্যান থেকে মেট্রোরেলের নির্মাণ সামগ্রী অপসারণ করে পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন, গণপূর্ত অধিদফতর ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষকে ৩০ দিনের আলটিমেটাম দেওয়া হলো।

সর্বশেষ খবর