রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা
হাটহাজারী ফটিকছড়ি

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর দুই দিন। পরশুদিন মঙ্গলবার চট্টগ্রামের চার উপজেলায় ভোট গ্রহণ হবে। রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার বেশির ভাগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার আশা করা হচ্ছে। এই দুই উপজেলার প্রার্থীরা এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায়। প্রতিদিন রুটিনমাফিক প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা। উঠান বৈঠক, পাড়া বৈঠক, গণসংযোগ করেছেন তারা। এখন শেষ মুহূর্তে প্রার্থীরা চেষ্টা করছেন সর্বোচ্চ সংখ্যক ভোটারের কাছে পৌঁছাতে। দুই উপজেলার মধ্যে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি ও আনারস প্রতীক নিয়ে মাঠে আছেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতেয়ার সাঈদ ইরান। ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, টিউবওয়েল প্রতীক নিয়ে ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, তালা প্রতীকে সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী ও চশমা প্রতীকে নাজিমুদ্দিন সিদ্দিকী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে জেবুন্নাহার মুক্তা ও ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন শারমিন নূপুর।

পরশু মঙ্গলবার এই দুই উপজেলায় ভোট গ্রহণ হবে। সেই হিসেবে আজ দিবাগত রাত ১২টায় শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।

 

সর্বশেষ খবর