রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

সোনার দাম বাড়ল ভরিতে ১১৭৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার ভরিপ্রতি দাম বেড়েছে ৭৯৩ টাকা থেকে ১১৭৮ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে আজ থেকে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু। বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে সবচেয়ে ভালোমানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। দাম বেড়েছে ১১৭৮ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ১১৩১ টাকা।

একই ভাবে ১৮ ক্যারেটের ভরিতে ৯৫৬ টাকা বেড়ে দাম হয়েছে ৯৬ হাজার ৯১৬ টাকা। আর সনাতন পদ্ধতির ভরিতে ৭৯৩ টাকা বেড়ে দাম হয়েছে ৮০ হাজার ১৩২ টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

সর্বশেষ খবর