শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

বন ও বনভূমি রক্ষায় টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক

বন ও বনভূমি রক্ষায় টহল জোরদার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বন ও বনভূমি রক্ষায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃক্ষরোপণ অভিযান জোরদারের অংশ হিসেবে বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণ এবং সম্প্রসারণে গবেষণা কার্যক্রম জোরদার করা হবে। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২ ও ২০২৩’ পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্তকরণ সভায় তিনি এসব বলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, সহব্যবস্থাপনা ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। ফলে বন ও বনভূমি অনেক বেশি টেকসই হচ্ছে। পাশাপাশি বিদ্যমান বনভূমিতে ব্যাপকভাবে বনায়ন করে বনের আচ্ছাদন বাড়ানো হচ্ছে। বনভূমি উজাড় রোধে জবরদখল করা বনভূমি চিহ্নিত করে উদ্ধার এবং বনায়ন করা হচ্ছে। পরিবেশমন্ত্রী আরও বলেন, বন ও বনভূমির ডিজিটাল বাউন্ডারি ম্যাপিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে ফলে বনভূমি জবরদখল চিহ্নিত করা সহজ হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সারা দেশে সবুজায়ন কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে শহরে বাড়ির ছাদসহ অন্যান্য স্থানে কীভাবে গাছ লাগানো যায় তা গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

 

 

সর্বশেষ খবর