শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

ইউপিডিএফ কর্মী হত্যাকান্ডের প্রতিবাদে রাঙামাটিতে আধাবেলা অবরোধ

রাঙামাটি প্রতিনিধি

ইউপিডিএফের দুই কর্মী হত্যাকান্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-কে দায়ী করে বিচার দাবিতে রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালন করেছে সংগঠনটি। গতকাল ভোর ৫টা থেকে জেলার বিভিন্ন সড়কে অবস্থান নেন ইউপিডিএফ নেতা-কর্মীরা। সড়কে গাছের গুঁড়ি জ¦ালিয়ে বিক্ষোভ করেন তারা। এ ছাড়া রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক, সদর ইউনিয়ন কুতুকছড়ি, ঘিলাছড়ি, সাপছড়ি, নানিয়ারচর, বাঘাইছড়ি, সাজেক ও লংগদু উপজেলায় সড়কে গাছ ফেলে অবরোধ ও বিক্ষোভ করেন। ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি  জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা জানান, ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ও সমর্থক ধন্য মনি চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

রাঙামাটি লংগদু থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, হত্যা মামলাটি আমলে নিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

 

সর্বশেষ খবর