শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

গণসংযোগের সময় সমর্থকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাজেদা বেগমের নির্বাচনি গণসংযোগে অসুস্থ হয়ে জসিম উদ্দীন সিকদার (৫৫) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় হাটহাজারী পৌর সদরের শেরেবাংলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম উপজেলার মেখল ইউনিয়নের বাসিন্দা। তিনি হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় শেরেবাংলা মাজার গেট এলাকায় মিছিল বের করেন সাজেদা বেগমের সমর্থকরা। ওই মিছিলে অংশ নেন জসিম। মিছিলের একপর্যায়ে জসিম অসুস্থ বোধ করলে অন্য সমর্থকরা তাকে পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে জসিমকে দাফন করা হয়। আজ হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

 

 

 

সর্বশেষ খবর