শিরোনাম
মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ০০:০০ টা

এডিবির সঙ্গে সমঝোতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) সরকারি কর্মকর্তাদের প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা উন্নয়ন এবং কারিগরি জ্ঞান আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের পক্ষে  অতিরিক্ত সচিব (সিপিটি) ড. মোহাম্মদ জিয়াউল হক এবং এডিবির  পক্ষে ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং স্বাক্ষর করেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিংসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর