বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

সম্ভাবনা কাজে লাগাচ্ছে মোংলা বন্দর

জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, রাজস্ব আয় সব সূচকই ঊর্ধ্বমুখী

সামছুজ্জামান শাহীন, খুলনা

সম্ভাবনা কাজে লাগাচ্ছে মোংলা বন্দর

চলতি বছর এপ্রিলে মোংলা বন্দরে জাহাজ এসেছে ৬৩টি। একই মাসে বন্দরে ৬ দশমিক ৩৭ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং, ২১৮৯ টিইইউজ কনটেইনার হ্যান্ডলিং ও প্রায় ২৪ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর আগে ২০২৩ সালে এপ্রিলে বন্দরে জাহাজ আসে ৫২টি। ওই মাসে বন্দরে ৪ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং, ১৮২২ টিইইউজ কনটেইনার হ্যান্ডলিং ও ২০ কোটি ১২ লাখ ৬১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল। বন্দরের হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে এপ্রিলে জাহাজ বেশি এসেছে ১১টি, কার্গো হ্যান্ডলিং ১ দশমিক ৭০ লাখ মেট্রিক টন কার্গো বেশি, কনটেইনার হ্যান্ডলিং ৩৬৭ টিইইউজ কনটেইনার বেশি ও প্রায় ৪ কোটি ১ লাখ ৯২ হাজার টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। চলতি বছরের এপ্রিলে বন্দরে ৮টি কনটেইনার জাহাজ এসেছে যা মোংলা বন্দরের ইতিহাসে অনন্য রেকর্ড। মোংলা বন্দর কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেন। জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে (জুলাই-এপ্রিল) প্রথম ১০ মাসে বন্দরে ৭২৬টি জাহাজ আসে।

২০২২-২০২৩ অর্থবছরে একই সময়ে জাহাজ আসে ৭০৮টি। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে এপ্রিল পর্যন্ত ১৮টি জাহাজ বেশি এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত মোংলা বন্দরে সবকটি সূচকে সন্তোষজনক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর ঢাকার সঙ্গে সড়কপথে বন্দরের দূরত্ব কমেছে। বন্দরের পণ্য লোড-আনলোডে আধুনিক ইকুইপমেন্ট, নিয়মিত ড্রেজিংয়ে চ্যানেলে নাব্য ও ব্যবসায়ীদের আগ্রহে সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম হয়েছে মোংলা বন্দর। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ফেব্রিকস, মেশিনারি, আপেল, ট্রাই সাইকেলপার্টস, ইলেকট্রিক্যাল গুডস, হোয়াইট ক্লিংকার, ফার্টিলাইজার, ক্যালসিয়াম কার্বোনেট, কপার ক্যাথোডস আমদানি এবং জুট, জুট গুডস, সিরিমপস, কার্বস, হোয়াইট ফিশ, ক্লে টাইলস, ড্রাইড ফিশ, মেশিনারি, গার্মেন্টস প্রোডাক্টস, কটন ইয়ার্ন ইত্যাদি রপ্তানি করা হয়। বর্তমানে বন্দর জেটিতে প্রতি সপ্তাহে গড়ে ২টি করে কনটেইনার জাহাজ আসছে। বন্দরে আধুনিক কনটেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে জেটি থেকে দ্রুততার সঙ্গে স্বল্প সময়ের মধ্যে কনটেইনার খালাস বোঝাই সম্ভব হচ্ছে। একই সঙ্গে গিয়ারলেস জাহাজ হ্যান্ডলিংয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় কনটেইনারবাহী সমুদ্রগামী জাহাজের আগমন বৃদ্ধি পেয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর