বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

গোটা দেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

গোটা দেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গোটা দেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে। বাংলাদেশ উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, দেশে গণতন্ত্র ফেরাতে চায়, বাকস্বাধীনতা ফেরাতে চায়, তাদের জায়গা হচ্ছে কারাগারে। গতকাল রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে দলের নেতা ইশরাক হোসেনসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, যারা ব্যাংক ডাকাতি করে, সন্ত্রাসী করে, সবাই সরকারের লোক। মন্ত্রী-এমপি বা দলের নেতাদের আত্মীয়স্বজন। দেশে সামাজিক অনাচার যারা করছে তারা ক্ষমতাসীন দলেরই লোক।

বাংলাদেশ ব্যাংক থেকে যারা কোটি কোটি ডলার চুরি করছে তাদের পুলিশ ধরতে পারছে না। ব্যাংকের টাকা চুরির তদন্তের ঘটনা ৭৮ বার পিছিয়েছে। সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১০৯ বার পিছিয়েছে। অথচ ইশরাকের মতো তরুণ, যে বিদেশ থেকে লেখাপড়া করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করছে তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীতসন্ত্রস্ত। মিছিলের আওয়াজ শুনলেই নেতা-কর্মীদের গ্রেফতার করে। ছোট ছোট বালুকণা দিয়ে যেমন মহাদেশ তৈরি হয়, তেমনি অচিরেই আমাদের আন্দোলন থেকে প্লাবন তৈরি হবে। এ সরকারকে বিদায় করে নেতা-কর্মীদের মুক্ত করতে পারব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর