বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা
টিপু-প্রীতি হত্যা

প্রথম দিনই হয়নি সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদারসহ ৩৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। গতকাল ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। এদিন টিপুর স্ত্রী ও মামলার বাদী ফারহানা ইসলাম ডলি আদালতে সাক্ষ্য দিতে উপস্থিত হন। তবে এদিন নিয়মিত বিচারক আলী হোসাইন ছুটিতে থাকায় সাক্ষ্য পিছিয়ে আগামী ২০ জুন নতুন দিন ধার্য করেন ভারপ্রাপ্ত বিচারক মো. আক্তারুজ্জামান।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের রাস্তায় টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি (১৯) গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই রাতেই শাহজাহানপুর থানায় ফারহানা ইসলাম ডলি হত্যা মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর