বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

সাবেক রাজস্ব কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তার স্ত্রী ফেরদৌস ইয়াসমিন খানমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপন করার অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন এ দম্পতির বিরুদ্ধে মামলা দুটি করেন। এর মধ্যে একটিতে শুধু সাবেক কাস্টমস কর্মকর্তা আবদুল বারিক ও অপরটিতে তাকে ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে।

আবদুল বারিক নোয়াখালীর সোনাইমুড়ির রশিদপুর এলাকার মৃত হাজী মো. ইদ্রিস মিয়ার ছেলে। বর্তমানে তিনি নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন বলেন, কাস্টমসের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। মামলার তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাও   আমলে নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর