বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

সংখ্যালঘু কমিশন গঠন করবে ঘাতক দালাল নির্মূল কমিটি

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদ্যবিদায়ী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, দেশে সংখ্যালঘুর অধিকার রক্ষায় সরকারের কর্মসূচি পর্যাপ্ত নয়। দীর্ঘদিন ধরে আমরা সংখ্যালঘু কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছি। সরকার যদি তা করতে না পারে তবে আমরাই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করব। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। সংগঠনটির নতুন সভাপতি হয়েছেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আসিফ মুনীর তন্ময়কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। অষ্টম জাতীয় সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ৯১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।   

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর