বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

পাটের ঐতিহ্য ফেরাতে সরকার কাজ করছে : নানক

দিনাজপুর প্রতিনিধি

পাটের ঐতিহ্য ফেরাতে সরকার কাজ করছে : নানক

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পাটের গৌরবময় সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। এ জন্য পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে। গতকাল বিকালে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পাটচাষি, মিলমালিক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে ৬ হাজার মে. টন পাটবীজ প্রয়োজন, অথচ উৎপাদন হয় মাত্র ১ হাজার ৫০০ মে. টন। বাকি সাড়ে ৪ হাজার মে. টন বীজ আমদানি করতে হয়। প্রধানমন্ত্রী চান সোনালি আঁশের আভিজাত্য ফিরিয়ে আনতে। সে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া জাকা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, অটোরাইস মিল ব্যবসায়ী, পোলট্রি ফিড ব্যবসায়ী, বস্তা ব্যবসায়ী, জুটমিল মালিক প্রতিনিধি, চালকল মালিক প্রতিনিধি এবং পাটচাষিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর