বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এ সরকার জোর করে ক্ষমতায় আছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের হাঁটাচলা বন্ধ করে দিয়েছে। সমাবেশ করার অধিকার বন্ধ করে দিয়েছে। মানুষের কণ্ঠের স্বাধীনতা বন্ধ করেছে, সেই কণ্ঠের মধ্যে ফাঁসির দড়ি লাগিয়েছে। এ পরিবেশের বিরুদ্ধে গৌতম বুদ্ধের বাণী আমাদের অনুপ্রাণিত করে। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত ‘বিশ্বমৈত্রী কামনায় শান্তি শোভাযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম এ শোভাযাত্রার আয়োজন করে। এ সময় ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, চেয়ারপারসনের উপদেষ্টা বিজনকান্তি সরকার, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, নিজে কষ্ট সহ্য করে হলেও সত্যের প্রতি গৌতম বুদ্ধের যে আত্মনিবেদন, সেই আত্মনিবেদন স্মরণ করেই আগামী দিনে এ স্বৈরাচার পতনে আমাদের সবাইকে প্রত্যয়দীপ্ত হতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর