বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

রুমায় কেএনএফ বিরোধী মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’-এর অপতৎপরতা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে রুমা উপজেলার সাধারণ বম মানুষ। গতকাল সকালে উপজেলা সদরে এই মানববন্ধন হয়। মানববন্ধনে ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এবং তাদের সামরিক শাখা ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ কর্তৃক ব্যাংক ডাকাতি, সন্ত্রাসী অপতৎপরতার নিন্দা ও লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান বম জনগণ। মানববন্ধন চলাকালে ‘কেএনএফ’ ও ‘কেএনএ’ বিরোধী বিভিন্ন ব্যানার ও পোস্টারে আহ্বান জানিয়ে বক্তব্য তুলে ধরা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘কেএনএফ’ ও ‘কেএনএ’র এই আন্দোলন, সন্ত্রাসী কর্মকান্ডে পুরো বম জাতিকে সন্ত্রাসী, ডাকাতসহ বিভিন্ন নামে অ্যাখায়িত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর