বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

শিক্ষক পদে আবেদনের সুযোগ দাবি ১৭তম নিবন্ধনকারীদের

নিজস্ব প্রতিবেদক

পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন ১৭তম শিক্ষক নিবন্ধনকারীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, এনটিআরসির চেয়ারম্যান ও সচিবসহ অন্যদের অদক্ষতা ও অবহেলায় ১৭তম নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। এরই মধ্যে আমাদের ৭৩৯ জনের ৩৫ বছর পার হওয়ায় সর্বশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারিনি। আমরা পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিবঞ্চিত চাকরিপ্রত্যাশীরা বয়সের ব্যাকডেট চেয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)সহ সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি, গণবিজ্ঞপ্তিতে আবেদনের তারিখ বৃদ্ধি করে ৩৫ বছর উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হোক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর