শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা
বাজুসের মতবিনিময়

রপ্তানি হবে বাংলাদেশের তৈরি স্বর্ণ

নেত্রকোনা প্রতিনিধি

রপ্তানি হবে বাংলাদেশের তৈরি স্বর্ণ

নেত্রকোনায় আয়োজিত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মতবিনিমিয় সভায় বক্তারা বলেছেন, মেইড ইন বাংলাদেশ হিসেবে বাংলাদেশের তৈরি স্বর্ণ রপ্তানি হবে বিদেশে। সে দিন বেশি দূরে নয়। তাই সব ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল বিকালে নেত্রকোনা জেলা শাখার আয়োজনে শহরের নাগড়া সমুদ্র কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতাদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাজুসের সাবেক সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটির অন ডিস্ট্রিক্ট মনিটরিং চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেন, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর হারিয়ে যাওয়ার পথ থেকে এ শিল্পকে বাঁচিয়েছেন। তাঁর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে জুয়েলারি শিল্প। এখন এটি দেশে একটি শক্তিশালী শিল্প হিসেবে দাঁড়িয়েছে। বিকাল ৩টায় আয়োজিত মতবিনিময় সভায় জেলার ১০ উপজেলার নেতারাসহ বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। জেলা শাখার সহসভাপতি নারায়ণ কর্মকার নারুর উপস্থাপনায় সভাপতি চঞ্চল সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাজুসের সহ সভাপতি গুলজার আহমেদ, কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, মো. শামছুল হক ভূইয়া, কেন্দ্রীয় সদস্য ময়মনসিংহ সভাপতি চন্দন কুমার ঘোষ, অধ্যাপক অসীত কৃষ্ণ চৌধুরী, নেত্রকোনা সম্পাদক দীপক সরকার ও কেন্দুয়া কমিটির সম্পাদক মা জুয়েলার্সের স্বত্বাধিকারী কল্যাণী হাসান।

সর্বশেষ খবর