শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা
চলবে চার দিন

নিউইয়র্কে ১০ হাজার নতুন বই নিয়ে আজ শুরু হচ্ছে মেলা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

‘যত বই তত প্রাণ’ স্লোগানে নিউইয়র্কে চার দিনের আন্তর্জাতিক বইমেলা জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়। উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে দেশ ও প্রবাসের বরেণ্য শিল্পী-সাহিত্যিক-সাংবাদিকরাও থাকবেন। অতিথির মধ্যে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইমরান, মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার ট্রাস্টি ডা. সারোয়ার আলী ও সারা যাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে প্রমুখ। বইমেলা কমিটির আহ্বায়ক হাসান ফেরদৌস জানান, বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখকদের সদ্যপ্রকাশিত ১০ হাজার বই নিয়ে মেলায় থাকবে ৪০টি স্টল। মেলা ঘিরে লেখালেখিসংবলিত ২০টি বইও পাওয়া যাবে স্টলে। ঢাকা ও কলকাতার পর বাংলা বইমেলার এটি হচ্ছে তৃতীয় বৃহত্তম মেলা। এ উপলক্ষে দেশ ও প্রবাসের শতাধিক কবি-লেখক-সাহিত্যিকের সমাগম ঘটেছে।

 

 

 

 

সর্বশেষ খবর