শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি

রাশেদা সুলতানা

নওগাঁ প্রতিনিধি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি। নির্বাচনব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না। বিষয়টি বিবেচনা করেই নির্বাচন কমিশন সব নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে। গতকাল বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমতিয়াজ হোসেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর