শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে নিতে হবে

স্মার্টকার্ড পেলেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধ গৌরবের, সম্মানের। আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে। এটা আমাদের আনন্দ দিচ্ছে। যে মূল্যবোধ নিয়ে ৩০ লাখ মানুষ নিহত হয়েছেন, আমারা সে প্রত্যাশার দিকে যেন এগিয়ে যেতে পারি, নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে। গতকাল নির্বাচন ভবনের অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের হাতে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার আনিছুর রহমান, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, সাবেক নির্বাচন কমিশনার জাবেদ আলী।  সিইসি কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, মুক্তিযুদ্ধের তাৎপর্য অপরিসীম। ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত এই স্মার্ট কার্ড বীরত্বের একটি স্মারক। এক সময় এটি আপনাদের সন্তানদের কাছে আপনার নাতি-নাতনিদের কাছে এটা আর্কাইভ হয়ে থাকবে। সাবেক নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, মুক্তিযোদ্ধাকে সম্মানিত করার মাধ্যমে কমিশনও সম্মানিত হয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর