শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে

খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের নেতারা বলেছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। সামনের বাজেটে ভর্তুকি কমিয়ে, ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে জনগণের ঘাড়ে ঋণ পরিশোধের দায় চাপাতে চায় সরকার। এ অবস্থা থেকে দেশবাসী আজ মুক্তি চায়। গতকাল পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে বক্তারা একথা বলেন। খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, আবদুল হাফিজ খসরু প্রমুখ। বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রার তুলনায় টাকার বড় ধরনের অবমূল্যায়ন ঘটেছে। এর প্রভাবে আমদানি ব্যয়ের পাশাপাশি দ্রব্যমূল্য আরেক দফা বেড়েছে। ব্যাংকিং খাতে একের পর এক কেলেঙ্কারির ঘটনা প্রকাশিত হচ্ছে। সরকারের সামগ্রিক আয়-ব্যয় এখন ভারসাম্যহীন হয়ে পড়েছে। বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর