শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

বিশ্ব থাইরয়েড দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব থাইরয়েড দিবস। দেশে আশঙ্কাজনকহারে বাড়ছে থাইরয়েডে আক্রান্ত রোগীর সংখ্যা। দিবসটি উপলক্ষে জনসচেতনতা তৈরি করতে থাইরয়েড চিকিৎসা সংশ্লিষ্ট সংগঠনগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে থাইরয়েড টাস্কফোর্স ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ফারুক পাঠান, থাইরয়েড টাস্কফোর্সের সমন্বয়ক ডা. শাহজাদা সেলিম, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা, থাইরয়েড টাস্কফোর্সের সদস্য সচিব ডা. আফিয়া যায়নব তন্বী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ভ্রƒণ অবস্থা থেকে আমৃত্যু থাইরয়েড হরমোনের প্রয়োজন অপরিহার্য। এ হরমোনের তারতম্যের জন্য শারীরিক ও মানসিক বৃদ্ধি, শরীর মোটা হওয়া, ক্ষয় হওয়া, মাসিকের বিভিন্ন সমস্যা, ত্বকের বিভিন্ন সমস্যা, হার্টের সমস্যা। এবং চোখ ভয়ংকরভাবে বড় হয়ে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। এ ছাড়া বন্ধ্যত্বের অন্যতম কারণ হিসেবে থাইরয়েড হরমোনের তারতম্যকে দায়ী করা হয়। শারীরিক কার্যক্ষমতা সঠিক রাখার জন্য নির্দিষ্ট মাত্রায় এ হরমোন শরীরে থাকা একান্ত জরুরি। সংবাদ সম্মেলনে জানানো হয়, কয়েক ধরনের থাইরয়েড সমস্যা দেখা যায়। যেমন থাইরয়েড হরমোনের স্বল্পতা বা হাইপোথাইরয়ডিজম, হরমোন বেশি নিঃসরণ হওয়া বা হাইপারথাইরয়েডিজম। এ দুটি প্রধান সমস্যা ছাড়াও থাইরয়েড ফোলা, থাইরয়েড টিউমার ও থাইরয়েড ক্যান্সারের মতো সমস্যাও হতে পারে। 

 

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর