শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

সুরের বৃষ্টিতে স্নিগ্ধ জ্যৈষ্ঠের সন্ধ্যা

সাংস্কৃতিক প্রতিবেদক

সুরের বৃষ্টিতে স্নিগ্ধ জ্যৈষ্ঠের সন্ধ্যা

জ্যৈষ্ঠের খরতাপে অস্থির নাগরিক জীবন। হাপিত্যেশ নগরবাসীর জীবনে এক চিলতে স্বস্তি এনে দিল সুরের বৃষ্টি। সেই বৃষ্টির স্নিগ্ধতা শীতল করল সুরপিয়াসীদের। গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুরের পর এক পশলা বৃষ্টি যেমন দেহমন শীতল করে ঠিক তেমনই সুরের ঝর্ণাধারা সুরপিয়াসীদের হৃদয়কে শীতল করেছে। এমন দৃশ্যকল্পই ছিল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘সুরে সুরে মন পবন’ শিরোনামের সংগীতাসরে।

গতকাল ছুটির দিনের সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ গানের আসরের আয়োজন  করে সরগম। আসরে সংগীত পরিবেশন করেন তিমির নন্দী, সুজিত মোস্তফা, বিপ্লব ঘোষ, মাহমুদুল হাসান, পূজন কুমার দাস, সমরজিৎ রায়, অরূপ বিশ্বাস, শিতাব তাহমিদ,  ইয়াসমিন মুশতারি, ড. প্রিয়াঙ্কা গোপ, বেগম লুৎফুন্নেছা, জুলি শরমিলী, শিল্পী বিশ্বাস, মনিরা রওনক বুবলী, মনিরা মনি, নুসরাত জাহান সুমি, ত্রিবেনী পান্না, বর্ণালী সরকার ও  খালেদা হক। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা।

বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সুরকার শেখ সাদী খান, মাহমুদ সেলিম, তিমির নন্দী,  সুজিত মোস্তফা প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর