রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

এ পরিবারে জন্ম হওয়াটা ভুল হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন বলেছেন, আমার মনে হয়, এ পরিবারে জন্ম হওয়াটাই ভুল হয়েছে। আমি যদি এটা জানতাম, তাহলে আগে আমার মাকে বলতাম, আমাকে বিষ খাইয়ে মেরে ফেল। শুক্রবার রাতে কোম্পানীগঞ্জের বসুরহাটে নির্বাচনি প্রচারণার সময় তার আরেক বড় ভাই আবদুল কাদের মির্জাকে ইঙ্গিত করে এসব কথা বলেন শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, আমি ও আমার নেতা-কর্মীরা হেলমেট ও হাতুড়ি বাহিনীর কাছে জিম্মি হয়ে রয়েছি। তারা প্রতিনিয়ত আমার নেতার বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি-ধমকি দিয়ে আতঙ্কের মধ্যে রেখেছে। কোম্পানীগঞ্জবাসী হেলমেট ও হাতুড়ি বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। প্রশাসন তাদের কথা অনুযায়ী চলে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক রায়ে উপজেলা নির্বাচনে নিজের প্রার্থিতা ফেরত পেয়েছেন শাহাদাত হোসেন। শাহাদাতের দাবি, আদালতে তার বিজয় হয়েছে। এখন ২৯ মে পরবর্তী বিজয়ের অপেক্ষায় রয়েছেন।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর