রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

ভ্যাট ও আয়কর সনদ জুয়েলারি শোরুমে প্রদর্শন করুন : বাজুস

নিজস্ব প্রতিবেদক

আইন মেনে ভ্যাট সনদ ও আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। জুয়েলারি ব্যবসায়ীদেরকে পাঠানো অনুরোধপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে ব্যবসা শনাক্তকরণ নম্বর বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে প্রদর্শন বাধ্যতামূলক। এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনে শাস্তির বিধি বিধান রয়েছে। এ ছাড়া আয়কর আইন, ২০২৩ এর ২৬৫ ধারায় রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন করার বিধান এবং উক্ত বিধান পরিপালনের ব্যর্থতায় জরিমানার বিধান সংযোজন করা হয়েছে। এ জন্য রিটার্ন দাখিলের প্রমাণ তার ব্যবসার স্থানে সহজে দৃষ্টিগোচর হয় এরূপ কোনো স্থানে প্রদর্শন করতে হবে। কোনো করদাতা এই বিধান পরিপালনে ব্যর্থ হলে তাকে উপকর কমিশনার অন্যূন ৫ হাজার টাকা এবং অনধিক ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। এ অবস্থায় সরকারের নির্দেশনা অনুযায়ী বিআইএন ও রিটার্ন দাখিলের প্রমাণ ব্যবসাস্থলে দৃষ্টিগোচর স্থানে প্রদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুয়েলারি ব্যবসায়ীদের নোটিস পাঠিয়ে এ বিষয়টি অবগত করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর