রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

নারায়ণগঞ্জে ওষুধ কারখানা চালু

সোনারগাঁও প্রতিনিধি

দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে এবার বাংলাদেশে ওষুধ তৈরির কারখানা চালু করল সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এ কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। 

বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. আবদুল মুক্তাদির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল এস এম শফিউজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বিগত দুই দশক ধরে সান ফার্মা বাংলাদেশের মানুষের জন্য সুলভ মূল্যে উচ্চমানসম্পন্ন ওষুধ সুনিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উৎপাদনক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত এই নতুন কারখানাই তার প্রতিফলন। এখানে সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি বছরে প্রায় ১ বিলিয়ন ট্যাবলেট ও ক্যাপসুল উৎপাদনক্ষমতা রয়েছে বলে জানান অনুষ্ঠানের আয়োজকরা। বিশ্বের ১০০-এর বেশি দেশে চিকিৎসক ও ভোক্তাদের আস্থা অর্জন করায় ছয়টি মহাদেশে এই প্রতিষ্ঠান ওষুধ উৎপাদনে কারখানা করেছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর