রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

ঢাকা-সিলেট মহাসড়কে ১২ কিমি যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কে পণ্যবাহী ট্রাক বিকল হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা থেকে সরাইলের কুট্টাপাড়া মোড় পর্যন্ত ১২ কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। শনিবার রাত ২টার দিকে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ যানজটের শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে পুরো ১২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। গতকাল সকাল থেকে থেমে থেমে যান চলাচল শুরু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া পর্যন্ত ৫০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। মহাসড়কের সম্প্রসারণ কাজের জন্য আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১০ কিলোমিটার অংশে পাঁচ বছর ধরে ধীরগতিতে যানবাহন চলাচল করে আসছে। মাঝে মধ্যে যানবাহনের চাপ বেড়ে গেলে যানজটের সৃষ্টি হয়। গতকাল রাত ২টার দিকে ঢাকামুখী পণ্যবাহী একটি ট্রাককে পেছন দিক থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে। সেখান থেকে যানজটের শুরু। সকাল ৬টার দিকে পুলিশ মহাসড়ক থেকে রেকার দিয়ে ট্রাকটি অপসারণ করে। ততক্ষণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট হয়ে যায়। সকালের পর থেমে থেমে যান চলাচল শুরু হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন বলেন, পেছনের ট্রাকটি জব্দ করা হয়েছে। আর সামনের ট্রাকটি নিয়ে চালক পালিয়েছেন। মহাসড়কে যানবাহনের চাপ এখনো বেশি। এখন পর্যন্ত মহাসড়কে যানবাহন ধীরগতিতেই চলছে। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর