রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

মসলার দাম বাড়ানোর সুযোগ নেই

ভোক্তা মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজামান বলেছেন, ঈদ সামনে রেখে মসলার দাম বাড়ানোর সুযোগ নেই। গতকাল দুপুরে রাজশাহীর সাহেববাজারে তদারকিমূলক অভিযান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কোরবানির ঈদ সামনে রেখে ব্যবসায়ীদের মসলার দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। কারণ মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা তিন মাস আগ থেকে এলসি খুলে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত মসলা আমদানি করেছেন। সেটি এখন মজুদ আছে বাজারে। তাই এখন ইচ্ছে করলে এলসির অজুহাতে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর