সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

দেশকে ভীতিকর জনপদে পরিণত করেছে সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দেশকে ভীতিকর জনপদে পরিণত করেছে সরকার : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন। তিনি বলেন, মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে এরা দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে। ‘গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ’ উপলক্ষে গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে পুনর্ব্যক্ত করতে চাই- অবিলম্বে এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, হুমায়ন পারভেজ, সাজেদুল ইসলাম সুমনসহ গুম হওয়া অসংখ্য নেতা-কর্মীকে ফিরিয়ে দিতে হবে।

আমি মনে করি, ভুক্তভোগী বা তাদের পরিবারকে আইনি ও নৈতিক সহায়তার উদ্যোগ নেওয়া এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের উত্থাপিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি শুনানির আয়োজন করা প্রয়োজন।

 

 

সর্বশেষ খবর